রায়পুরে ফের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ,লক্ষ্মীপুরের রায়পুরে একটি হত্যা মামলার আসামি উপজেলা স্বে”ছাসেবক দলের সদস্য সচিব জিএম শামীমের ছবি লাগিয়ে ‘ফাঁসি চাই’ পোস্টার লেখা নিয়ে দ্বন্ধের জেরে আবারো বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রতিপক্ষের আরেক হত্যা মামলার আসামি বিএনপি নেতা ফারুক কবিরাজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় রায়পুরের উত্তর চরবংশী ইউপির কুচিয়ামারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাল্টপাল্টি উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত আনোয়ার তালুকদারকে (২৫) উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার হত্যা মামলায় শামীম গাজি হাইকোর্ট থেকে ২০ দিনের জামিন পেয়ে শুক্রবার ওই গ্রামে গিয়ে আনোয়ারের সাথে সংঘর্ষে জড়ায়। ঘটনাটি নিয়ে এলাকায় আবারো থমথমে অব¯’া বিরাজ করছে। তবে এ সময় পুলিশের উপ¯ি’তি জানতে পেরে উভয় গ্রুপের লোকজন পালিয়ে যায়।
পুলিশ, বিএনপির দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীন দ্বন্ধের জেরে গত ৭ এপ্রিল উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজার ও বেড়িবাঁধের উপর বিএনপি নেতা ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দল নেতা জিএম শামীমের অনুসারীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শামীমের অনুসারী যুবদল কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান নিহত হন। একই ঘটনায় ১৪ এপ্রিল ফারুক কবিরাজের অনুসারী স্বে”ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মারা যান। এ ঘটনায় প্রায় অর্ধশত নেতাকর্মী আহত সহ বিক্ষুব্ধদের হামলায় ১৫টি ঘরবাড়ি ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। জসিম হত্যায় তার কৃষক বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে ১৬ এপ্রিল ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোস্তফা কামাল ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীমসহ ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়। জসিম পেশায় ঢালাই শ্রমিক ছিলেন। ফলে ঘটনাকে ঘিরে ফারুক কবিরাজের অনুসারী স্বে”ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন বেপারী হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ আসামিকে মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করে আদালত। এদিকে স্পেন প্রবাসী সাইজুদ্দিন হত্যা মামলায় প্রতিপক্ষের এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) জামিলুল হক বলেন, জসিম হত্যা মামলার আসামি কৃষক দল নেতা শামীম গাজি হাইকোর্ট থেকে ২০ দিনের জামিন পান। তার ছবি দিয়ে পোস্টার লাগানো নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে ফারুক কবিরাজের অনুসারী আনোয়ার তালুকদারকে মারধর করে শামীমসহ তার লোকজন পালিয়ে যায়। ঘটনা¯’লে পুলিশ পাঠিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রনে আনা হয়।
শিরোনাম
পোস্টারে ‘ফাঁসি চাই’ লেখা নিয়ে দ্বন্ধের জের:
-
মোঃ সহিদুল ইসলাম,লক্ষ্মীপুর - আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- ।
- 154
জনপ্রিয় সংবাদ




















