রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চতুর্থ শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কর্তব্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দুই দিনব্যাপী এক কর্মশালার সফল সমাপ্তি ঘটেছে। সোমবার (১৮ মে, ২০২৫) একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমেই বেরোবি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে ইতিমধ্যেই ডিজিটাল এটেনডেন্স সিস্টেম ও ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম কর্মশালায় বলেন, কর্মীদের গুণগত দক্ষতা বৃদ্ধি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, দেশের উন্নয়নেও সহায়ক হবে। উত্তরাঞ্চলের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে বেরোবি এই অঞ্চলের শিক্ষা ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন। বেরোবির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ বলেন, বর্তমান প্রশাসন বেরোবিকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জিত হলে প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীরাও এখানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। ডিজিটাল এটেনডেন্স সিস্টেমের ব্যবহার কর্মকর্তা-কর্মচারীসহ সকলের মাঝে নিয়মানুবর্তিতা চর্চায় সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারীরা এই দুই দিনব্যাপী কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইকিউএসি-এর এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পেশাগত মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআর/সব
শিরোনাম
বেরোবির চতুর্থ শ্রেণির কর্মীদের দক্ষতা উন্নয়নে দুই দিনের বিশেষ কর্মশালা
-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- ।
- 60
জনপ্রিয় সংবাদ


























