পাহাড়ি অঞ্চল খাগড়াছড়িতে অতি ভারী বর্ষণের বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক পোস্টার তাঙিয়ে ও মাইকিং মাধ্যমে প্রচার করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন উদ্যোগে সবুজ বাগ, কুমিল্লা টিলা, শালবন মোহাম্মদ পুর, শালবান শাপলা মোরসহ পাহাড় ধসের সম্ভাবনা এলাকায় সচেতনতামূলক মাইকিং প্রচার করা হয়েছে।
প্রচারণা চালানো সময়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, হেডম্যান উক্যচিং চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।




















