নায়কদের জীবনে প্রেম এলে গোপন রাখার চেষ্টা চলে। কেননা প্রেমিকাকে প্রকাশ্যে আনলেই নাকি অনুরাগীর সংখ্যা কমতে থাকে। তাই বার বার নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চান নায়করা। অন্যথা করেননি কার্তিক আরিয়ানও। এদিকে ‘পুষ্পা ২’-এর পর থেকেই শ্রীলীলার শ্রীতে মজেছেন দর্শক। তবে বলিউড তারকা কার্তিক আরিয়ানের হৃদয়েও নাকি বুদবুদ তুলেছেন দক্ষিণী এ সুন্দরী। দীর্ঘ সময় ধরেই বলিউড অভিনেতা কার্তিক ও দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমের গুঞ্জন চলে আসছে। যদিও নিজ মুখে বলেছেন তিনি নাকি ‘সিঙ্গেল’!
সপ্তাহান্তে রীতিমতো সরগরম বলিউডপাড়া। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শ্রীলীলার গায়ে হলুদের ছবি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
পাত্র-পাত্রী না জানা গেলেও ছবি দেখে বোঝা যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। কোথাও তিনি ফুল দিয়ে সেজেছেন, পরনে রয়েছে পেলব নীল আর ঘিয়ে রঙের তৈরি শাড়ি। সব মিলিয়ে ঝলমল করছেন শ্রীলীলা। সামনে হলুদ, কুমকুম, পানপাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কপালের লাল টিপ। যেন এক দেবী রূপে অভিনেত্রী। নিজের সংস্কৃতি মেনে সেজেছেন নায়িকা। আবার একটি ছবিতে স্পষ্ট সিঁথিতে সিঁদুরও দেখা গিয়েছে—যা দেখে চমকে গেছেন অনুরাগীরা। ছবিগুলো নেটিজেনদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে। ছবিগুলোতে ধরা পড়েছে অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান! সাধারণত যা বিয়ের আগে হয়। এসব ছবি দেখেই চোখ কপালে সবার। সমাজমাধ্যমে চলছে প্রশ্নের বন্যা, কার্তিক আরিয়ান-শ্রীলীলা কি সাতপাক ঘুরেই ফেললেন? আপাতত এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছেন দুই তারকার অনুরাগীরা।
অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির চাহিদা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন তার সবই নাকি নায়িকার মধ্যে রয়েছে! কার্তিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শ্রীলীলাকে। ফলে গায়ে হলুদের ছবি ছড়াতেই হুলস্থূল শুরু। নিন্দুকেরা যদিও বলছেন, সবটাই নাকি নতুন ছবির প্রচারের স্বার্থে করা। না হলে ছবি শেষ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসার মতো বোকামি কার্তিক-শ্রীলীলা করবেন না।
কিছু অনুরাগীর দাবি, এই রীতি নাকি শ্রীলীলার জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে। তবে ইন্টারনেটে খুঁজলে জানা যায়, নায়িকার জন্মদিন ১৪ জুন।
ছবিতে দেখানো রীতির সঙ্গে উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন কেউ কেউ। আবার প্রশ্ন উঠছে, যদি গায়ে হলুদের অনুষ্ঠানই হয়, তবে সিঁথিতে সিঁদুর কেন? জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পরবেন নায়িকা?
তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদেরও কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা। যদিও পুরো বিষয়টি ধোঁয়াশায় ঢাকা রয়েছে।
এমআর/সব
শিরোনাম
ভাইরাল নায়িকার গায়ে হলুদের ছবি
কার্তিকের সঙ্গে চুপিসারে বিয়ের পিঁড়িতে শ্রীলীলা
-
সবুজ বাংলা অনলাইন বিনোদন ডেস্ক - আপডেট সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- ।
- 104
জনপ্রিয় সংবাদ

























