সদ্য সমাপ্ত মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিট্যান্স এসেছে। যার পরিমাণ ২৯৭ কোটি বা ২.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবরণী থেকে জানা গেছে এ তথ্য।
এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭০ শতাংশ বেশি। ২০২৪ সালের মে মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
এই সর্বশেষ রেমিট্যান্স প্রবাহের ফলে চলতি অর্থবছর ২০২৪–২৫-এর প্রথম ১১ মাসে মোট রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫১ বিলিয়ন ডলারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বহুল প্রয়োজনীয় স্বস্তি এনে দিয়েছে।
বিদেশি মুদ্রার সংকট মোকাবিলা করা দেশের অর্থনীতির জন্য এটি একটি ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
এমআর.সব
শিরোনাম
দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিট্যান্স এলো মে মাসে
-
সবুজ বাংলা অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- ।
- 114
জনপ্রিয় সংবাদ


























