০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার চায় ময়মনসিংহে ড. মঈন খান

ময়মনসিংহ  প্রতিনিধি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে। তাই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। যত শিগগির তারা ক্ষমতা থেকে বিদায় নেবে বাংলাদেশের জন্য কত মঙ্গল হবে। দেশের মানুষ গণতন্ত্রের অধিকার চায়, তারা ভোট ও ভাতের অধিকার চায়। রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ শুরুর আগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল মঈন খান আরো বলেন, আজকে আওয়ামী লীগের রাগ কেন বেগম খালেদা জিয়ার উপর, কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালবাসেন। এই কারণে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার চিকিৎসা বাধাগ্রস্থ করে, সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পথ বন্ধ করেছে। আজকে আমরা রাজপথে নেমেছি এই প্রত্যয় নিয়ে যতক্ষণ পর্যন্ত না খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিজের ভোট নিজে দিতে চাইলে এই জালিম সরকারের দ্রুত পতন ঘটাতে হবে। যে সরকারকে দেশের মানুষ নির্বাচিত করে নাই, সেই সরকারের আর ক্ষমতা থাকার অধিকার নেই। আমরা জানি এই সরকারের অধীনে প্রত্যেকটা নির্বাচনে কারচুপি হয়েছে। কোনোটাই আসলে নির্বাচন হয় নাই। সেজন্য আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যেতে আমরা রাজি নই। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। আমরা রোডমার্চের মতো গণসম্পৃক্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে রাজপথের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত করছি। কিন্তু এই কর্মসূচিতেও বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নজরুল ইসলাম খান বলেন, এই সরকার যে শুধু জনগণের ভোট নিয়ে কারচুপি করছে শুধু তা নয়, যখনি এ আওয়মী লীগ সরকার ক্ষমতায় আসে তখন শেয়ার বাজার লুট হয়ে যায়। তখনই ব্যাংকের টাকা লুট হয়ে যায়। নিজেদের লোকজনকে টাকা দিয়ে দেওয়া হয় এবং তারা সেই টাকা বিদেশে পাচার করে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলমের স ালনায় উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর রোডমার্চের গাড়িবহর বগারবাজার থেকে রওনা হয়ে চুরখাই বাজার, দীঘারকান্দা বাইপাস মোড়, কেওয়াটখালি, শম্ভুগঞ্জ ব্রীজ, চায়না মোড়, শম্ভুগঞ্জ বাজার, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল হয়ে কিশোরগঞ্জে শেষ হয়। ১১৪ কিলোমিটার যাত্রাপথে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বগারবাজার ও চুরখাই বাজারে, ময়মনসিংহ মহানগর বিএনপি চায়নামোড়, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি কিশোরগঞ্জ বাইপাসে লতিফাবাদে গণসমাবেশের আয়োজন করে। এ ছাড়াও জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ময়মনসিংহ শহর বাইপাস মোড়ে, শেরপুর জেলা বিএনপি শম্ভুগঞ্জ বাজারে, নেত্রকোনা জেলা বিএনপি নান্দাইল চৌরাস্তায় অবস্থান করে রোডমার্চের গাড়িবহরে যোগ দেয়।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমদাজ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য ইয়াসের খান চৌধুরী, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার চায় ময়মনসিংহে ড. মঈন খান

আপডেট সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

ময়মনসিংহ  প্রতিনিধি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে। তাই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। যত শিগগির তারা ক্ষমতা থেকে বিদায় নেবে বাংলাদেশের জন্য কত মঙ্গল হবে। দেশের মানুষ গণতন্ত্রের অধিকার চায়, তারা ভোট ও ভাতের অধিকার চায়। রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ শুরুর আগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল মঈন খান আরো বলেন, আজকে আওয়ামী লীগের রাগ কেন বেগম খালেদা জিয়ার উপর, কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালবাসেন। এই কারণে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার চিকিৎসা বাধাগ্রস্থ করে, সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পথ বন্ধ করেছে। আজকে আমরা রাজপথে নেমেছি এই প্রত্যয় নিয়ে যতক্ষণ পর্যন্ত না খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিজের ভোট নিজে দিতে চাইলে এই জালিম সরকারের দ্রুত পতন ঘটাতে হবে। যে সরকারকে দেশের মানুষ নির্বাচিত করে নাই, সেই সরকারের আর ক্ষমতা থাকার অধিকার নেই। আমরা জানি এই সরকারের অধীনে প্রত্যেকটা নির্বাচনে কারচুপি হয়েছে। কোনোটাই আসলে নির্বাচন হয় নাই। সেজন্য আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যেতে আমরা রাজি নই। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। আমরা রোডমার্চের মতো গণসম্পৃক্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে রাজপথের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত করছি। কিন্তু এই কর্মসূচিতেও বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নজরুল ইসলাম খান বলেন, এই সরকার যে শুধু জনগণের ভোট নিয়ে কারচুপি করছে শুধু তা নয়, যখনি এ আওয়মী লীগ সরকার ক্ষমতায় আসে তখন শেয়ার বাজার লুট হয়ে যায়। তখনই ব্যাংকের টাকা লুট হয়ে যায়। নিজেদের লোকজনকে টাকা দিয়ে দেওয়া হয় এবং তারা সেই টাকা বিদেশে পাচার করে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলমের স ালনায় উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর রোডমার্চের গাড়িবহর বগারবাজার থেকে রওনা হয়ে চুরখাই বাজার, দীঘারকান্দা বাইপাস মোড়, কেওয়াটখালি, শম্ভুগঞ্জ ব্রীজ, চায়না মোড়, শম্ভুগঞ্জ বাজার, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল হয়ে কিশোরগঞ্জে শেষ হয়। ১১৪ কিলোমিটার যাত্রাপথে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বগারবাজার ও চুরখাই বাজারে, ময়মনসিংহ মহানগর বিএনপি চায়নামোড়, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি কিশোরগঞ্জ বাইপাসে লতিফাবাদে গণসমাবেশের আয়োজন করে। এ ছাড়াও জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ময়মনসিংহ শহর বাইপাস মোড়ে, শেরপুর জেলা বিএনপি শম্ভুগঞ্জ বাজারে, নেত্রকোনা জেলা বিএনপি নান্দাইল চৌরাস্তায় অবস্থান করে রোডমার্চের গাড়িবহরে যোগ দেয়।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমদাজ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য ইয়াসের খান চৌধুরী, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।