পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান। তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’হতে যাচ্ছে। কিন্তু কেন গুরত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি।
এরআগে দেশটির হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য ১১ জুনকে নির্ধারণ করেন।
গওহর আলী খান সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন। যেটির নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন।
অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়। যার মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে। যারমধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে থাকেন।
এমআর/সব
শিরোনাম
‘১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান’
-
সবুজ বাংলা অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- ।
- 76
জনপ্রিয় সংবাদ

























