গাজীপুর জেলার কালিগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত
উত্তরগাঁও ৭ নং ওয়ার্ডের এই রাস্তাটির বেহালদশা।
আশপাশের অন্তত পাঁচটি (বাঘের পাড়া_ উত্তরগাঁও – কুমারটেক _জুগলী বাহাদুরসাদী)এলাকার মানুষজন এ রাস্তা দিয়ে দৈনিক চলাচল করে।
রাস্তার এই বেহালদশার কারণে প্রতিনিয়তই
মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং ঘটছে দুর্ঘটনাও।
বিভিন্ন সময়ে এলাকায় এই রাস্তাটি সংস্কারের দাবি উঠলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা।
প্রায় এক যুগ ধরে এ রাস্তাটির কোন মেরামত হচ্ছে-না।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় এক যুগ আগে কোনমতে জোড়াতালি দিয়ে রাস্তাটি সংস্কারের পর, কদিনের মধ্যেই আবারো রাস্তাটি মুখ থুবড়ে পড়ে।
যা আস্তে আস্তে চলাচলের একদমই অনুপোযোগী হয়ে পড়ে।
এখনো পর্যন্ত সরকার সংশ্লিষ্ট কারো কোন নজরে পড়ছে না এই গুরুত্বপূর্ণ সড়কটি।
পৌরসভা কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে অবগত করলেও তারা কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
গাজীপুর, কালিগঞ্জ থেকে ইয়াহইয়া মাহমুদ

























