বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক কাছারিবাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার তিনি চিঠিও দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন, রবীন্দ্রনাথের অনেক সাহিত্য সৃষ্টির সঙ্গে এই বাড়ির গভীর সম্পর্ক রয়েছে। এই ধরনের একটি ঐতিহাসিক স্থানে হামলা শুধু মর্মান্তিক নয়, এটি আমাদের জাতীয় গর্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর এক গুরুত্বর আঘাত।
বিশ্বকবির ঐতিহাসিক অবদান স্মরণ করিয়ে মমতা বলেন, বঙ্গভঙ্গের বিরুদ্ধেও রবীন্দ্রনাথ ছিলেন সোচ্চার। তার প্রতি এই অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মমতা তার চিঠিতে মোদিকে অনুরোধ করেছেন যে, বাংলাদেশ সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যেন হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হয়। একই সঙ্গে তিনি বিষয়টি আন্তর্জাতিক মহলেও তুলে ধরার অনুরোধ জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু এই রাজ্যেরই নয়, তিনি গোটা বিশ্বের সম্পদ।
সূত্র : বাংলা ট্রিবিউন
























