০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ইন্টার্ন ভাতার দাবিতে নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা ইন্টার্ন ভাতার দাবিতে সোমবার সকালে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ বিষয়ে তারা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের (বিডিআইএন) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুসারে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সরা একযোগে এ কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করছেন।
সোমবার সকালে ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফরা পিরোজপুর জেলা হাসপাতালের সামনে জড়ো হন এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তাদের হাতে ইন্টার্ন ভাতার দাবি আদায়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।
ইন্টার্ন নার্সরা বলেন, ‘আমরা নার্সিং ইনস্টিটিউট পিরোজপুর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পাস করে পিরোজপুর জেলা হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) প্রদত্ত লগবুকের ১৪ পৃষ্টায় কোড অব কন্টাক্ট এন্ড রেগুলেশন এর এক নম্বর পয়েন্ট অনুযায়ি ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও আমরা ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবির বিষয়ে বিএনএমসি এবং নার্সিং এন্ড মিডওয়াফারি অধিদপ্তরের (ডিজিএনএম) কাছে দরখাস্ত দিলেও ইন্টার্নভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোনো সমাধান পাচ্ছি না।’
তারা আরো বলেন, ‘বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা নার্সিং পড়ছেন। তিন বছরের কোর্স শেষে তাঁরা রাতদিন ২৪ ঘণ্টা হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিত থাকেন। প্রতিমাসে আমাদের ছয় থেকে আট হাজার টাকা করে ইন্টার্ন ভাতা পাওয়ার কথা। নায্য এ পাওনা আদায়ের দাবিতে আমরা কর্মবিরতি পালন শুরু করেছি। ইন্টার্ন বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।’

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

পিরোজপুরে ইন্টার্ন ভাতার দাবিতে নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় : ০৮:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা ইন্টার্ন ভাতার দাবিতে সোমবার সকালে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ বিষয়ে তারা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের (বিডিআইএন) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুসারে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সরা একযোগে এ কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করছেন।
সোমবার সকালে ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফরা পিরোজপুর জেলা হাসপাতালের সামনে জড়ো হন এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তাদের হাতে ইন্টার্ন ভাতার দাবি আদায়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।
ইন্টার্ন নার্সরা বলেন, ‘আমরা নার্সিং ইনস্টিটিউট পিরোজপুর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পাস করে পিরোজপুর জেলা হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) প্রদত্ত লগবুকের ১৪ পৃষ্টায় কোড অব কন্টাক্ট এন্ড রেগুলেশন এর এক নম্বর পয়েন্ট অনুযায়ি ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও আমরা ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবির বিষয়ে বিএনএমসি এবং নার্সিং এন্ড মিডওয়াফারি অধিদপ্তরের (ডিজিএনএম) কাছে দরখাস্ত দিলেও ইন্টার্নভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোনো সমাধান পাচ্ছি না।’
তারা আরো বলেন, ‘বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা নার্সিং পড়ছেন। তিন বছরের কোর্স শেষে তাঁরা রাতদিন ২৪ ঘণ্টা হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিত থাকেন। প্রতিমাসে আমাদের ছয় থেকে আট হাজার টাকা করে ইন্টার্ন ভাতা পাওয়ার কথা। নায্য এ পাওনা আদায়ের দাবিতে আমরা কর্মবিরতি পালন শুরু করেছি। ইন্টার্ন বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।’