জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিকেএসপিতে বিদ্যমান ২১টি ক্রীড়া বিভাগের (আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, কারাতে, হকি, সাঁতার, শূটিং, টেবিল টেনিস, তায়কোয়ানদো, কাবাডি, টেনিস, ভলিবল, স্কোয়াশ, উশু ও ভারোত্তোলন) ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম। সভার প্রথমেই পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান বিকেএসপির চলমান প্রশিক্ষণ কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় উপস্থিত ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা সবাই ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে মতামত প্রদান করেন।
বিকেএসপি কর্তৃক ২১ ফেডারেশনের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো। এক্ষেত্রে ভবিষ্যতে বিকেএসপি এবং এই ফেডারেশনগুলো একসঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
একই সভায় ভবিষ্যতে বিকেএসপির খেলোয়াড়দের ডাটা ব্যাংক, বিকেএসপিসহ ২১ ফেডারেশন নিয়ে একটি ‘কমন প্ল্যাটফর্ম’ তৈরি, ফেডারেশন কর্তৃক যেকোন জাতীয় ক্যাম্পে বিকেএসপির প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান, বিকেএসপির অভিজ্ঞ কোচ, ফিজিও স্পোর্টস সাইন্স বিভাগকে কাজে লাগানোর জন্য ডিজি বিকেএসপি সব ফেডারেশনকে অনুরোধ জানান। এছাড়া তিনি ২০২৮, ২০৩২ ও ২০২৬ অলিম্পিক গেমস ও এশিয়ান গেমসে পদকপ্রাপ্তির লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী বিকেএসপির পরিকল্পনার কথা সবাইকে জানান। এ লক্ষ্যে বিভিন্ন স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিকেএসপি কর্তৃক আবারও বিভিন্ন কর্পোরেট লিগ পরিচালনা এবং বিভিন্ন সংস্থাকে আগের মতো খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করে সংস্থার নিজস্ব দল তৈরির জন্য অনুরোধ জানান। দেশের খুবই সম্ভাবনাময় খেলা আর্চারি ও শূটিংকে নিয়ে একান্ত ভাবনার কথাও তিনি সভাকে অবগত করেন।
সভায় বিকেএসপির পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) আনোয়ার হোসেন, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ইমরান হাসান, উপ পরিচালক (প্রশিক্ষণ) উজ্জল চক্রবর্তী ও ২১ ক্রীড়া বিভাগের সিনিয়র কোচরা।
আরকে/সব
শিরোনাম
বিকেএসপি সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার সাথে মতবিনিময় সভা
অলিম্পিকে পদকপ্রাপ্তির লক্ষ্যে বিকেএসপির পরিকল্পনা
-
সবুজ বাংলা - আপডেট সময় : ১০:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ।
- 137
জনপ্রিয় সংবাদ


























