“পুলিশ (শিশু যৌনাচারের জন্য) আমাকে গ্রেফতার করলে, তুমি কিন্তু আমাকে জেল থেকে বের করে আনবে তো, হাহাহা!”— সাবেক পর্ণ চলচ্চিত্র অভিনেত্রী ক্লাউডিয়া বাভেল স্পেন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে আলোড়ন সৃষ্টি করেছেন।
ক্লাউডিয়া বাভেল কড়া ভাষায় লামিনে ইয়ামালের দাবির জবাব দিয়েছেন, যেখানে এই তরুণ ফুটবলার দাবি করেছিলেন, তিনি বাভেলের কোন প্রস্তাবে সাড়া দেননি! বাভেল দাবি করেন, আসলে ইয়ামালই প্রথমে তার সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন এবং দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের বিবৃতিতে বাভেল লেখেন, ‘ইয়ামাল বলে আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাস্তবে সে-ই প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং দেখা করতে চায়।’
তিনি আরও বলেন, ‘সে দাবি করে আমরা কখনও দেখা করিনি, অথচ আমরা একাধিক সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলাম।’
প্রতিবাদ ও আত্মপক্ষ সমর্থন করে বাবেল আরও লেখেন, ‘আমি কখনও কোন নাবালকের সঙ্গে সম্পর্ক করিনি, কখনও দেখা করার পরিকল্পনা করিনি এবং কখনও খ্যাতি বা অর্থের জন্য কিছু করিনি।’
তিনি আরও যোগ করেন, ‘শিরোনাম আর জনমতের পেছনে কিন্তু মানুষ থাকে। সম্মানের খাতিরে আমি বোঝাপড়া ও সংযম কামনা করছি।’
বাভেলের দাবি—ইয়ামাল তাকে গত বছরের সেপ্টেম্বরে নিজের বাসায় রুমে নিতে চেয়েছিলেন। তখন বাভেল তাকে বলেছিলেন, ‘আমি তোমার চেয়ে ১১ বছরের বড়, তাই এটি ঠিক হবে না। পুলিশ (শিশু যৌনাচারের জন্য) আমাকে গ্রেফতার করলে, তুমি কিন্তু আমাকে জেল থেকে বের করে আনবে তো, হাহাহা!’ বাভেলের ভাষায়, ‘ও আমাকে হাজার হাজার ম্যাসেজ করেছে। আমাকে বলেছে, আমি যেন ওর বাসায় যাই। আমার জন্য ও ব্যক্তিগত পার্টির আয়োজন করবে। আমার কাছে অনেক অডিও রেকর্ডিং আছে। আমাকে বলেছে, সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আমি যেন সংকোচ বোধ না করি। আর পুলিশ আমাকে ধরবে না, তারণ এমনটা হবে না।’
বাভেলের দাবি, অপ্রাপ্তবয়স্ক কারও সঙ্গে জড়ানোর ইচ্ছে ছিল না তাঁর। আর এ বিষয়ে কাউকে না জানানোর হুমকি দিয়েছেন ইয়ামাল- এমনটাও দাবি করেছেন বাভেল। তিনি বলেছেন, ‘যদিও সেটা আর হয়নি। কারণ আমি ওকে বলেছি যে, আমি অপ্রাপ্তবয়স্ক কারও সঙ্গে দেখা করতে চাই না। সম্প্রতি সে আমাকে হুমকি দিয়ে বলেছে যে, আমি যেন এ সম্পর্কিত কোনো কিছু শেয়ার না করি। চিন্তা করুন একবার।’

এদিকে বাভেলের এই বক্তব্য পড়ে ইয়ামাল চুপ করে বসে থাকননি। ১৭ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামাল, যিনি আগামী ১৩ জুলাই ১৮ বছরে পা দেবেন, কিনি একটি স্প্যানিশ টিভি অনুষ্ঠানে দাবি করেন — বাভেলের সব কথা “মিথ্যা” এবং তিনি তাকে “কখনও দেখেননি” বা “কোন বার্তালাপ হয়নি”। এ প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘এটা (দুজনের ডেটিং) অসম্ভব। সে আমার বাড়িতেই ঢুকতে পারবে না। কারণ আমি আমার মায়ের সঙ্গে থাকি। আর বাড়িতে কোনো মেয়ে নিয়ে আসার অনুমতি নেই। এগুলো (অভিযোগ) সব মিথ্যা। আমি কখনো তাকে দেখিনি।’
তবে যে বিষয়ে দুজন একমত, তা হলো দুজনেই স্বীকার করেছেন তাদের মধ্যে কোন রোমান্টিক বা শারীরিক সম্পর্ক হয়নি।
তবে তাদের বক্তব্যের বিরোধপূর্ণ দিকগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা ও জল্পনা চলছে।
ইয়ামালের বয়স এখনও ১৮ হয়নি, কিন্তু তারকা খ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত বিতর্ক—সব মিলিয়ে ব্যাপারটি এক জটিল পরিস্থিতিতে পৌঁছেছে। সামনে তার জন্মদিন ও নতুন মৌসুমের সূচনার আগে এ বিষয়ে আরও নতুন মোড় দেখা যেতে পারে।
আরকে/সব


























