০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১০ মিলিয়ন মার্কিন ডলার খরচে ইতালি ভেনিস বিয়ের আয়োজন

আগামী ২৪ থেকে ২৬ জুন, ইতালির জল কন্যা নগর ভেনিসের লেগুনে জেফ বেজোস (অ্যামাজনের প্রতিষ্ঠাতা) এবং লরেন সানচেজ-এর তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান খরচ নিয়ে গুজবের ঝড়!
হাইলাইটস লেডি গাগা গেস্ট পারফর্মার হিসেবে আসছেন বলে আবারও জানানো হয়েছে। অরল্যান্ডো ব্লুম ও ক্যাটি পেরি, ক্রিস জেনার ও কিম কার্দাশিয়ান-সহ বহু তারকা উপস্থিত থাকবেন। ২৭টি ড্রেস পরিবর্তন করবেন লরেন! প্রধান ড্রেস অস্কার ডি লা রেন্টা এবং ডলচে অ্যান্ড গাব্বানার ডিজাইনও থাকবে।
বিয়ের আয়োজন হবে অবস্থান ভেনিস সান জর্জিও দ্বীপ ভ বা স্কুওলা গ্রান্ডে দেলা মিসেরিকোর্ডিয়াগোপনীয়তা বজায়!
বিয়ের খরচ: প্রথমে ৩০ মিলিয়ন ডলারের কথা শোনা গেলেও এই বিষয় ডেইলি মেইল-এর রিপোর্টে থেকে বলা হচ্ছে ১০ মিলিয়ন ডলার খরচ হবে বিয়েতে।
ভেনিসে স্থানীয়দের মধ্যে “নো বেজোস” প্রতিবাদের আয়োজন চলছে—শুক্রবার রিয়াল্টোর পেশচেরিয়া-তে বৈঠক হয়েছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

১০ মিলিয়ন মার্কিন ডলার খরচে ইতালি ভেনিস বিয়ের আয়োজন

আপডেট সময় : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আগামী ২৪ থেকে ২৬ জুন, ইতালির জল কন্যা নগর ভেনিসের লেগুনে জেফ বেজোস (অ্যামাজনের প্রতিষ্ঠাতা) এবং লরেন সানচেজ-এর তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান খরচ নিয়ে গুজবের ঝড়!
হাইলাইটস লেডি গাগা গেস্ট পারফর্মার হিসেবে আসছেন বলে আবারও জানানো হয়েছে। অরল্যান্ডো ব্লুম ও ক্যাটি পেরি, ক্রিস জেনার ও কিম কার্দাশিয়ান-সহ বহু তারকা উপস্থিত থাকবেন। ২৭টি ড্রেস পরিবর্তন করবেন লরেন! প্রধান ড্রেস অস্কার ডি লা রেন্টা এবং ডলচে অ্যান্ড গাব্বানার ডিজাইনও থাকবে।
বিয়ের আয়োজন হবে অবস্থান ভেনিস সান জর্জিও দ্বীপ ভ বা স্কুওলা গ্রান্ডে দেলা মিসেরিকোর্ডিয়াগোপনীয়তা বজায়!
বিয়ের খরচ: প্রথমে ৩০ মিলিয়ন ডলারের কথা শোনা গেলেও এই বিষয় ডেইলি মেইল-এর রিপোর্টে থেকে বলা হচ্ছে ১০ মিলিয়ন ডলার খরচ হবে বিয়েতে।
ভেনিসে স্থানীয়দের মধ্যে “নো বেজোস” প্রতিবাদের আয়োজন চলছে—শুক্রবার রিয়াল্টোর পেশচেরিয়া-তে বৈঠক হয়েছে।
এমআর/সব