ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে তেহরানে চালানো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে ‘‘বিনা উসকানির আগ্রাসন’’ বলে আখ্যায়িত করেছেন পুতিন।
এ সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে। পুতিন বলেন, ‘‘এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উসকানিতে আগ্রাসন। তিনি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন। রুশ এই প্রেসিডেন্ট বলেন, ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
এমআর/সব
শিরোনাম
তেহরানে ‘অযৌক্তিক আগ্রাসন’ চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: পুতিন
-
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- ।
- 108
জনপ্রিয় সংবাদ

























