বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৬-৩০ জুন পর্যন্ত পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে জাতীয় ভলিবল প্রতিযোগিতার (৩০তম পুরুষ ও ২৫তম মহিলা) মূলপর্ব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুরুষ বিভাগের সংস্থা অঞ্চলের বাছাইপর্ব গত ২৩-২৪ জুন পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থা অঞ্চলের বাছাইপর্ব থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ৪টি দল জাতীয় ভলিবল প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৬টিসহ মোট ১৬টি দল মূলপর্বে অংশগ্রহণ করবে।
কাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এ্যান্ড টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
আরকে/সবা


























