কিশোরগঞ্জ প্রতিনিধি
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, অর্জিত ছুটি প্রদান ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিগুলো আদায়ের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সর্বাত্নক কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ শাখা। সোমবার সকাল নয়টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা।
কর্মসূচিতে অংশ নেন অধ্যক্ষ অধ্যাপক আনম মুশতাকুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন, প্রভাষক মো. আবুল বাশার সৌরভ প্রমুখ। কর্মসূচি থেকে দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বক্তারা।
























