উত্তর চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহানা হানিফ মুনমুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর আসনে ফের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন। ২০২১ সালে চমক সৃষ্টি করে প্রথমবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে বসেন শাহানা হানিফ মুনমুন। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯-এর প্রথম বাংলাদেশি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। শহরটির কাউন্সিলে শাহানাই প্রথম মুসলিম নারী। তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের মতে, এই জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ এনেছে। শিক্ষিত ও অভিজাত প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানের সমর্থন পেলেও, শাহানার পাশে ছিল তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণের মঞ্চ। শাহানা হানিফের এবারের প্রচারণায় মূল ইস্যুগুলো ছিল—সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার, জনস্বাস্থ্য ও পুলিশ সংস্কার। কোভিড পরবর্তী নিউইয়র্কে এই ইস্যুগুলোর গুরুত্ব ছিল প্রবল।
১৯৮০ সালে শাহানার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে তারা কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন, পরে কেনসিংটনে চলে যান। শাহানা হানিফ উচ্চশিক্ষা গ্রহণ করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, সমাজবিজ্ঞান ও নারী অধিকারে। সেখানেই তার রাজনৈতিক চেতনার বীজ রোপিত হয়। মাত্র ২৯ বছর বয়সে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত হন।
জয়ের পর এক বিবৃতিতে শাহানা হানিফ নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ তাঁকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করায় তিনি অত্যন্ত ‘আনন্দিত ও গর্বিত’।
এদিকে, শাহানা হানিফ মুনমুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯-এর কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ এলাকা ফটিকছড়িতে আনন্দের জোয়ার উঠেছে। শাহানা হানিফ মুনমুন উপজেলার নাজিরহাট পৌরসভার মুনসুর গোমস্তার বাড়ির মোহাম্মদ হানিফের মেয়ে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, গেল (মঙ্গলবার) বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান শাহানা হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন। ফটিকছড়িবাসীর পক্ষে তিনি শাহানা হানিফকে অভিনন্দন জানান।
এমআর/সবা
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ফের কাউন্সিলর নির্বাচিত হলেন ফটিকছড়ির শাহানা হানিফ মুনমুন
-
সজল চক্রবর্তী, ফটিকছড়ি (চট্টগ্রাম) - আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- ।
- 121
জনপ্রিয় সংবাদ


























