বেনাপোল প্রতিনিধি
মালয়েশিয়ায় জোহর বারুই শহরে সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শা উপজেলার জুবায়ের আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের উপজেলার শার্শা সদর ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের পরিবার জানান, জীবিকার তাগিদে জুবায়ের ৬ মাস আগে মালয়েশিয়ায় যায়। সেখানে তিনি চার চাকার ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মাল বোঝাই করে নিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জোহর বারুই শহরে পৌছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের এর মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।
























