এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার (২৬ জুন) এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মালয়েশিয়া। অন্য দুই প্রতিপক্ষ ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ইরান এশিয়ান ফুটসালের বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন।
বাংলাদেশ পুরুষ ফুটসাল দল কখনও আন্তর্জাতিক ফুটসাল খেলেনি। এবারই প্রথম এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে নাম দিয়েছে তারা। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।
এই আসরে ৩১ দল অংশগ্রহণ করছে। সাত গ্রুপে চারটি করে, আরেকটি গ্রুপে তিন দল। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ চূড়ান্তপর্বে খেলবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০-২৪ সেপ্টেম্বর। আগামী বছর ২৭ জানুয়ারি–৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় হবে মূল পর্ব। টুর্নামেন্টটিতে স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলার সুযোগ পাবে।
আরকে/সবা


























