আমরা সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাসী নই। আমরা সবাই বাংলাদেশী-এই স্লোগানকে সামনে রেখে একটি সমন্বিত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব ও সাবেক ছাত্রদলনেতা রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।
গতকাল ২৭ জুন (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শ্রীং স্বামী উজ্জ্বলা নন্দ ব্রাহ্মচারী ও প্রকাশ রায় হিমেল এর গীতা পাঠের মধ্যে দিয়ে এবং মানষ চক্রবর্তীর সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা আয়োজক মন্দির কমিটির সভাপতি ও সাংবাদিক সজল চক্রবর্তী। তিনি বলেন, “রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি জাতিগত সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, উমাশংকর চৌধুরী, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, সৈকত দাশ, অসিম ভট্টাচার্য, কিরন ধর, প্রণেশ চক্রবর্তী, শ্রীধর চক্রবর্ত্তী, বিভাষ ধর, রন চক্রবর্তী, রাজন চক্রবর্তী, রাহুল নাথ,অনজন চক্রবর্ত্তী, প্রদীপ রায়, রিতাস রায়, সুজন নাথ, রোবেল নাথ, বাসু ধর, পংকজ রায়, সুভাষ ধর, জয় হাজারী, রানা ভট্রাচার্য্য, সনজিং দাশ গুপ্ত, লিটু চক্রবর্ত্তী, সজিব ভট্টাচার্য, রুপন চক্রবর্ত্তী, সুজন ধর হারাধন দত্ত, অজয় ভট্রচার্য্য প্রমুখ।
সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। রথযাত্রা ঘিরে বিপুলসংখ্যক ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নারী – পুরুষ নির্বিশেষে উৎসবে অংশগ্রহণ ছিল সম্প্রীতির এক দৃষ্টান্ত।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আগামী দিনে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমআর/সবা
শিরোনাম
নাজিরহাটে রথযাত্রা উংসবে
আমরা সবাই বাংলাদেশী-জুয়েল চক্রবর্তী
-
সজল চক্রবর্তী, ফটিকছড়ি ( চট্রগ্রাম) থেকে - আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- ।
- 209
জনপ্রিয় সংবাদ






















