জীবনের চিরত্তন সত্য হলো মৃত্যু। আমরা কেউ জানি না কখন মারা যাবো। তবুও এভাবেই চলে মানুষের প্রতিদিনের কার্যক্রম। ঠিক তেমনি অন্যদিনের মতো ক্রিকেট নিয়ে মেতেছিলেন হরজিত সিং। মাঠে দারুণ এক আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিলেন পাঞ্জাবের এই ব্যাটার।
চমৎকার এক ছক্কা হাঁকান হরজিত। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ছক্কা হাঁকিয়ে নন স্ট্রাইকে থাকা সতীর্থর সঙ্গে কথা বলতে পিচের মাঝ বরাবর যান হরজিত। কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার পরই সেখানে হঠাৎ করে বসে পড়েন তিনি। এরপর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন পাঞ্জাবের ব্যাটার।
ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠের সকলে তখন তার সহায়তায় এগিয়ে আসেন। জ্ঞান হারিয়ে ফেললে প্রতিপক্ষের খেলোয়াড়সহ সতীর্থদের কেউ কেউ তাকে সিপিআর দিতে থাকেন। কিন্তু হৃদযন্ত্রে আক্রান্ত হওয়া হরজিতকে কোনোভাবেই বাঁচানো যায়নি আর।
হরজিতের এমন মর্মান্তিক মৃত্যুর ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে ২০২৪ সালের জুনে একইভাবে মারা যান মুম্বাইয়ের রাম গনেশ তেওয়ার নামের এক ক্রিকেটার।
এমআর/সবা
শিরোনাম
ছক্কা হাঁকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার
-
সবুজ বাংলা অনলাইন স্পোর্টস ডেস্ক - আপডেট সময় : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- ।
- 113
জনপ্রিয় সংবাদ


























