০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে জমিদার আমলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীর জমিদার মহিম চন্দ্র রায় চৌধুরী আমলে নির্মিত একটি রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে।
জানা যায়, ভূমিহীন রুস্তুম আলী ১৯৭৮ সালে সরকারিভাবে ৬৮ শতাংশ জমি বন্দোবস্ত নেন। পরবর্তীতে তিনি বন্দোবস্তকৃত জমিটুকু অন্যত্র বিক্রি করে দেন। ২০১২ সালে রুস্তুম আলীর পুত্র ইয়াসিন ভূমিহীন হিসেবে ৪ শতক জমি বন্দোবস্ত নেন। বর্তমানে তিনি জমিদারি আমলের চলাচলের রাস্তা দখল করে বহুতল ভবনের কাজ শুরু করছেন।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৬ জন নাগরিক রাস্তার ওপর অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধ ও বন্দোবস্তকৃত জমির লিজ বাতিলের দাবি জানিয়ে গত ২৩ জুন ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সরেজমিনে দেখা যায়, ওই রাস্তা ব্যবহার করে প্রায় অর্ধশতাধিক পরিবার, শতবর্ষী মন্দিও সহ, শতবছর পুরোনো ঐহিয্যবাহী মহিম চন্দ্র হাই স্কুল, আঠারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র এ রাস্তাটি।
এ ব্যাপারে, অভিযুক্ত ইয়াসিন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্বজনরা জানান ব্যবসার কাজে তিনি চট্টগ্রাম গেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউএনও সানজিদা রহমান জানান, জনগণের ব্যবহৃত রাস্তা বন্ধ করে ভবন করার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

ঈশ্বরগঞ্জে জমিদার আমলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীর জমিদার মহিম চন্দ্র রায় চৌধুরী আমলে নির্মিত একটি রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে।
জানা যায়, ভূমিহীন রুস্তুম আলী ১৯৭৮ সালে সরকারিভাবে ৬৮ শতাংশ জমি বন্দোবস্ত নেন। পরবর্তীতে তিনি বন্দোবস্তকৃত জমিটুকু অন্যত্র বিক্রি করে দেন। ২০১২ সালে রুস্তুম আলীর পুত্র ইয়াসিন ভূমিহীন হিসেবে ৪ শতক জমি বন্দোবস্ত নেন। বর্তমানে তিনি জমিদারি আমলের চলাচলের রাস্তা দখল করে বহুতল ভবনের কাজ শুরু করছেন।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৬ জন নাগরিক রাস্তার ওপর অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধ ও বন্দোবস্তকৃত জমির লিজ বাতিলের দাবি জানিয়ে গত ২৩ জুন ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সরেজমিনে দেখা যায়, ওই রাস্তা ব্যবহার করে প্রায় অর্ধশতাধিক পরিবার, শতবর্ষী মন্দিও সহ, শতবছর পুরোনো ঐহিয্যবাহী মহিম চন্দ্র হাই স্কুল, আঠারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র এ রাস্তাটি।
এ ব্যাপারে, অভিযুক্ত ইয়াসিন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্বজনরা জানান ব্যবসার কাজে তিনি চট্টগ্রাম গেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউএনও সানজিদা রহমান জানান, জনগণের ব্যবহৃত রাস্তা বন্ধ করে ভবন করার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।