সাকিব আল হাসান নাহিদ, জামালপুর
জামালপুরের বকশিগঞ্জে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন তাসলিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূ। জমজ তিন শিশুসহ তাদের মা সুস্হ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে স্বাভাবিক ডেলিভারিতে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।
তিনি ওই এলাকার নীল বাদশার মেয়ে এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল, মালাকুচা এলাকার অটো ভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।
একসঙ্গে তিন তিনটি কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে বেজায় খুশি তাসলিমা- হালিম দম্পতি।
এ বিষয়ে তাসলিমা বেগমের বাবা নীল বাদশা জানান, প্রায় দু সপ্তাহ হলো বাচ্চা প্রসবের জন্য শশুর বাড়ি থেকে আমার বাড়িতে আসে তাসলিমা। আজ সকালে (বুধবার ) প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় পর পর তিনটি কন্যা সন্তান প্রসব করে। তিন সন্তানের প্রসবের পর তাসলিমা বেগম ও তিন নবজাতক সুস্থ রয়েছেন। ওই গৃহবধূর ৩ বছর
শিশুদের বাবা আব্দুল হালিম জানান, আমি অনেক খুশি। আল্লাহর রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ রয়েছে। আমাদের সংসারে আরও ৩ চছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এক ছেলে ও তিন কন্যা সন্তানকে মানুষ হিসেবে গড়তে চাই। তিন কন্যা সন্তান নিয়ে আমি অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, তিন সন্তান প্রসবের খবর পেয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে পাঠানো হয়েছে। মা ও নবজাতকগুলো সুস্থ আছেন তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোন প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।
























