০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কারাতেতে বাংলাদেশের ২ সোনা

শ্রীলঙ্কায় চলছে ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। শনিবার কলম্বোয় অনুষ্ঠিত খেলায় ২ স্বর্ণ, ৭ রুপা ও ১০ ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের কারাতেকারা।

অনুর্ধ্ব-২১ বিভাগে তারিম হওলাদার ৫০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ এবং মেয়েদের অনুর্ধ্ব-২১ বিভাগে ৫৫ কেজিতে সানজিদা সিদ্দিকা শোভা স্বর্ণপদক জেতেন। এছাড়া সিনিয়র বিভাগে তারিম হাওলাদার, ৫৫ কেজিতে মোস্তফা কামাল, ৬৮ কেজিতে রাবেয়া সুলতানা মিম, ৭৫ কেজিতে মো. ফেরদৌস, ৮৪ কেজিতে মিন্টু দে, ক্যাডেট ইন্ডিভিজুয়াল কাতায় মো. জুনায়েদ এবং ৬৭ কেজিতে সিয়াম হোসেন একটি করে রুপা জেতেন।

জনপ্রিয় সংবাদ

কারাতেতে বাংলাদেশের ২ সোনা

আপডেট সময় : ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কায় চলছে ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। শনিবার কলম্বোয় অনুষ্ঠিত খেলায় ২ স্বর্ণ, ৭ রুপা ও ১০ ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের কারাতেকারা।

অনুর্ধ্ব-২১ বিভাগে তারিম হওলাদার ৫০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ এবং মেয়েদের অনুর্ধ্ব-২১ বিভাগে ৫৫ কেজিতে সানজিদা সিদ্দিকা শোভা স্বর্ণপদক জেতেন। এছাড়া সিনিয়র বিভাগে তারিম হাওলাদার, ৫৫ কেজিতে মোস্তফা কামাল, ৬৮ কেজিতে রাবেয়া সুলতানা মিম, ৭৫ কেজিতে মো. ফেরদৌস, ৮৪ কেজিতে মিন্টু দে, ক্যাডেট ইন্ডিভিজুয়াল কাতায় মো. জুনায়েদ এবং ৬৭ কেজিতে সিয়াম হোসেন একটি করে রুপা জেতেন।