০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
প্রথম বিভাগ দাবা লিগ

প্রথম দিনে জিতল যেসব ক্লাব …

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের খেলা আজ রোববার (১৩ জুলাই) থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দল এবারের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করছেন।

আজ প্রথম রাউন্ডের খেলায় ই-সফট এরিনা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবকে হারায়। ই-সফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ যথাক্রমে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন ও ক্যান্ডিডেট মাস্টার আবজিদ রহমানকে হারান।

ই-সফট এরিনা চেস ক্লাবের আনিচুজ্জামান জুয়েল সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহর সাথে ড্র করেন।

অগ্রণী ব্যাংক দাবা দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে হারায়। বিজয়ী দলের আমির সোহেল, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মো. শামীম যথাক্রমে স্পোর্টস বাংলার রেনে রাশিক, রাফিদ আরিয়ান শুদ্ধ ও কাজী সালাহউদ্দিনকে হারান। স্পোর্টস বাংলার আরহাম অগ্রণী ব্যাংক দাবা দলের ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনের সাথে ড্র করেন।

আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদকে হারায়। বিজয়ী দলের আফজাল হোসেন সাচ্চু, গোলাম মোস্তফা ভূঁইয়া ও সিয়াম চৌধুরী যথাক্রমে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদের আতাউর রহমান, শেখ রাজু আহমেদ ও মিরাজ উদ্দিন আহমেদকে হারান। শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদের মুস্তাকিম নাফি আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদের সাথে ড্র করেন।

তৌসিফ এ্যাপেয়ারেলস্ ৩-১ গেম পয়েন্টে ক্লাসিক চেস ক্লাবকে হারায়। বিজয়ী দলের যথাক্রমে দেওয়ান শহিদুল ইমন, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. সেলিম যথাক্রমে ক্লাসিক চেস ক্লাবের ফাইরোজ জারিফা সৈয়দা, জারিন তাসনিম ও সিদরাতুল মুনতাহাকে হারান। ক্লাসিক চেস ক্লাবের শাহ আলম রোপন তৌসিফ এ্যাপেয়ারেলস্ চেস ক্লাবের কাজী তাহেরুল ইসলামকে হারান।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে আকাই স্মৃতি সংসদ, মাগুরাকে হারায়। বিজয়ী দলের ঐতিহ্য বড়ুয়া ও আফনান জারিফ হক যথাক্রমে আকাই স্মৃতি সংসদের রেদওয়ান কবির রবিন ও জান্নাতুল প্রীতিকে হারান। আকাইয়ের মুহতাদি তাজওয়ার নাশিদ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নাসিফ আল আরিফিনকে হারান এবং আকাইয়ের আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির গোলাম সারোয়ারের সাথে ড্র করেন।

শীর্ষস্থান প্রাপ্ত দু’টি দল প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে উন্নীত হবে এবং সর্বনিন্ম স্থানপ্রাপ্ত দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

আগামীকাল (সোমবার) বেলা ৩টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বিশেষ সম্মাননা পেলেন দাগনভূঞার কবি কুতুব উদ্দিন

প্রথম বিভাগ দাবা লিগ

প্রথম দিনে জিতল যেসব ক্লাব …

আপডেট সময় : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের খেলা আজ রোববার (১৩ জুলাই) থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দল এবারের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করছেন।

আজ প্রথম রাউন্ডের খেলায় ই-সফট এরিনা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবকে হারায়। ই-সফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ যথাক্রমে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন ও ক্যান্ডিডেট মাস্টার আবজিদ রহমানকে হারান।

ই-সফট এরিনা চেস ক্লাবের আনিচুজ্জামান জুয়েল সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহর সাথে ড্র করেন।

অগ্রণী ব্যাংক দাবা দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে হারায়। বিজয়ী দলের আমির সোহেল, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মো. শামীম যথাক্রমে স্পোর্টস বাংলার রেনে রাশিক, রাফিদ আরিয়ান শুদ্ধ ও কাজী সালাহউদ্দিনকে হারান। স্পোর্টস বাংলার আরহাম অগ্রণী ব্যাংক দাবা দলের ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনের সাথে ড্র করেন।

আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদকে হারায়। বিজয়ী দলের আফজাল হোসেন সাচ্চু, গোলাম মোস্তফা ভূঁইয়া ও সিয়াম চৌধুরী যথাক্রমে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদের আতাউর রহমান, শেখ রাজু আহমেদ ও মিরাজ উদ্দিন আহমেদকে হারান। শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদের মুস্তাকিম নাফি আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদের সাথে ড্র করেন।

তৌসিফ এ্যাপেয়ারেলস্ ৩-১ গেম পয়েন্টে ক্লাসিক চেস ক্লাবকে হারায়। বিজয়ী দলের যথাক্রমে দেওয়ান শহিদুল ইমন, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. সেলিম যথাক্রমে ক্লাসিক চেস ক্লাবের ফাইরোজ জারিফা সৈয়দা, জারিন তাসনিম ও সিদরাতুল মুনতাহাকে হারান। ক্লাসিক চেস ক্লাবের শাহ আলম রোপন তৌসিফ এ্যাপেয়ারেলস্ চেস ক্লাবের কাজী তাহেরুল ইসলামকে হারান।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে আকাই স্মৃতি সংসদ, মাগুরাকে হারায়। বিজয়ী দলের ঐতিহ্য বড়ুয়া ও আফনান জারিফ হক যথাক্রমে আকাই স্মৃতি সংসদের রেদওয়ান কবির রবিন ও জান্নাতুল প্রীতিকে হারান। আকাইয়ের মুহতাদি তাজওয়ার নাশিদ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নাসিফ আল আরিফিনকে হারান এবং আকাইয়ের আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির গোলাম সারোয়ারের সাথে ড্র করেন।

শীর্ষস্থান প্রাপ্ত দু’টি দল প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে উন্নীত হবে এবং সর্বনিন্ম স্থানপ্রাপ্ত দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

আগামীকাল (সোমবার) বেলা ৩টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

আরকে/সবা