বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নীলফামারীতে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে (১৪জুলাই) নীলফামারী পরিবার পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
‘ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে সারাদেশে এবারের জনসংখ্যা দিবস পালিত হচ্ছে।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দফতরটির সহকারী পরিচালক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
পরিবার পরিকল্পনা সদর কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা আকতারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে ডোমারের বামুনিয়া ইউনিয়নের ময়না বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের আকতার জাহান, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের আব্দুস সাত্তার, শ্রেষ্ঠ এসএসিএমও হিসেবে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের আসাদুজ্জামান, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জেলা সদরের কচুকাটা, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে শৌলমারী, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে জলঢাকা, শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে(ক্লিনিক) মেরী স্টোপস এবং শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে সনদ পত্র ও সম্মাননা প্রদান করা হয়।
এমআর/সবা
শিরোনাম
নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলো নয় ব্যক্তি প্রতিষ্ঠান
-
নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ।
- 177
জনপ্রিয় সংবাদ























