নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের সামনে বেহাল দশার সড়ক নির্মানের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি গ্রহন করা হয় এলকাবাসীর পক্ষ থেকে। সোমবার ১৪ জুলাই সকাল আনুমানিক ১০ টা থেকে বৈকাল সাড়ে তিনটা টা পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এলাকাবাসীর আয়োজনে। এর পর গণস্বাক্ষর যুক্ত একটি স্বারক্ষলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হবে বলে স্বাক্ষর গ্রহনকারী রাজু জানান।
এমআর/সবা
শিরোনাম
বদলগাছীতে বেহাল দশার সড়ক নির্মানের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি
-
বদলগাছী (নওগাঁ ) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ।
- 156
জনপ্রিয় সংবাদ























