০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা দেখছেন চরমোনাই পীর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “এনসিপির ওপর হামলার ঘটনায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা দেখেছি। সংশ্লিষ্টদের এ বিষয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দেশবিরোধী ও দুর্নীতিবাজরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, প্রশাসনকে সেদিকে সজাগ থাকতে হবে।”

চরমোনাই পীর জুলাই-আগস্ট অভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, “স্বার্থান্বেষী মহলের সৃষ্ট নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়ে তিনি বলেন, “এ পদ্ধতিতে ভোটের যথাযথ মূল্যায়ন হবে এবং একক ক্ষমতার সুযোগ থাকবে না।”

বৈঠকে ইসলামী দলগুলোর ঐক্য এবং দেশপ্রেমিক শক্তির সঙ্গে সমঝোতা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান চরমোনাই পীর।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা দেখছেন চরমোনাই পীর

আপডেট সময় : ০৯:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “এনসিপির ওপর হামলার ঘটনায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা দেখেছি। সংশ্লিষ্টদের এ বিষয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দেশবিরোধী ও দুর্নীতিবাজরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, প্রশাসনকে সেদিকে সজাগ থাকতে হবে।”

চরমোনাই পীর জুলাই-আগস্ট অভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, “স্বার্থান্বেষী মহলের সৃষ্ট নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়ে তিনি বলেন, “এ পদ্ধতিতে ভোটের যথাযথ মূল্যায়ন হবে এবং একক ক্ষমতার সুযোগ থাকবে না।”

বৈঠকে ইসলামী দলগুলোর ঐক্য এবং দেশপ্রেমিক শক্তির সঙ্গে সমঝোতা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান চরমোনাই পীর।

এমআর/সবা