বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের অসহায় তোজাম্মেল হক হুইল চেয়ার পেয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় তোজাম্মেল হককে হুইল চেয়ারটি তুলে দেন গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির।
গত ১২ জুলাই রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি সার্বিক সহযোগিতায় এ চেয়ারটি ক্রয় করে দেন।
এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে হুইল চেয়ারটি পেয়ে ভালো লাগছে। হুইল চেয়ার দেয়ায় তিনি নিজেও খুশি হয়েছেন বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন। একটি বাসস্থান আর ছোট্ট একটি কর্মস্থানের আবেদন জানান তিনি ।























