গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মার্কেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা বলেন, বিদ্যালয়ের নিজস্ব মার্কেট নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/সবা























