০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুটসালে কানাডা প্রবাসী ফুটবলার রাহবার

২০২১ সালে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে খেলতে এসেছিলেন কানাডা প্রবাসী ফুটবলার রাহবার খান। শুধু তাই নয়, লাল-সবুজের জার্সিতে ফিলিস্তিনের বিপক্ষে অভিষেকও হয়েছিল তার। ঘরোয়া ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেও খেলেছেন এই মিডফিল্ডার। এবার ফুটবলের বড় মাঠ ছেড়ে বাংলাদেশ ফুটসাল দলে জায়গা করে নিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। জাতীয় ফুটসাল দলের প্রাথমিক স্কোয়াডের ৫৩ জনের মধ্যে আছেন তিনি।

ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘রাহবার ফুটবলের পাশাপাশি ফুটসালও অনেক ভালো খেলে। ফরোয়ার্ড পজিশনে ওর পারফরম্যান্স অনেক ভালো। ওর সঙ্গে কথা বলে দলে ডাকা হয়েছে। শিগগিরই ঢাকায় এসে দলের সঙ্গে অনুশীলন করবে রাহবার। আশা করি ও ইরানি কোচের মন জয় করতে পারবে।’

এএফসি ফুটসাল বাছাইয়ে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে। এরইমধ্যে বাংলাদেশ দল গঠনে কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে ইরান থেকে সাইদ খোদারাহমি হেড কোচ হয়ে আসছেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

ফুটসালে কানাডা প্রবাসী ফুটবলার রাহবার

আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

২০২১ সালে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে খেলতে এসেছিলেন কানাডা প্রবাসী ফুটবলার রাহবার খান। শুধু তাই নয়, লাল-সবুজের জার্সিতে ফিলিস্তিনের বিপক্ষে অভিষেকও হয়েছিল তার। ঘরোয়া ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেও খেলেছেন এই মিডফিল্ডার। এবার ফুটবলের বড় মাঠ ছেড়ে বাংলাদেশ ফুটসাল দলে জায়গা করে নিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। জাতীয় ফুটসাল দলের প্রাথমিক স্কোয়াডের ৫৩ জনের মধ্যে আছেন তিনি।

ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘রাহবার ফুটবলের পাশাপাশি ফুটসালও অনেক ভালো খেলে। ফরোয়ার্ড পজিশনে ওর পারফরম্যান্স অনেক ভালো। ওর সঙ্গে কথা বলে দলে ডাকা হয়েছে। শিগগিরই ঢাকায় এসে দলের সঙ্গে অনুশীলন করবে রাহবার। আশা করি ও ইরানি কোচের মন জয় করতে পারবে।’

এএফসি ফুটসাল বাছাইয়ে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে। এরইমধ্যে বাংলাদেশ দল গঠনে কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে ইরান থেকে সাইদ খোদারাহমি হেড কোচ হয়ে আসছেন।

আরকে/সবা