রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রাজেডিতে মর্মান্তিকভাবে নিহত রাজস্থলীর বাঙ্গালহালিয়ার মেধাবী শিক্ষার্থী উক্যছাই মারমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় দীপেন দেওয়ান বলেন, “উক্যছাই মারমার এই অকাল মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। একমাত্র সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা কষ্টের, সেটি আমাদের নেতা তারেক রহমান গভীরভাবে অনুধাবন করেছেন। বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব।”
সকাল সাড়ে ১০টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়ায় নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টুসহ রাঙামাটি জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন-রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক চথোয়াইপ্রু মারমা, সহ-সভাপতি ছকির আহম্মদ ও সিদ্দিক মোল্লা, যুবদল আহ্বায়ক শামীম আহম্মেদ রুভেল, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে এবং কাপ্তাই-রাজস্থলী বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মাইলস্টোন ট্রাজেডিতে উক্যছাই মারমার মৃত্যু দেশজুড়ে শোকের ছায়া ফেলে। বিএনপি নেতারা এটিকে “মানবিক বিপর্যয়” হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
এমআর/সবা























