০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর তেমুহনীতে বাস চা-পায় দুই ভাই নিহত

ফেনী সদর উপজেলার তেমুহনীতে যাত্রীবাহী বাস  লাল-সবুজের চাপায় দুই ভাই(সহোদর) নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে ফেনী-মাইজদী  মহাসড়কের ফেনীর তিমুহনী বাজারে এই মর্মান্তিক দু-র্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের আলাম ড্রাইভারের ছেলে। নিহত মোশারফের বয়স (৩২) ও একরামের বয়স (২০)বছর।
তারা দুজনেই রঙের কোম্পানি বার্জারের গাড়ি চালাতেন। মোশারফ গাড়ি চালাতেন,একরাম হেলপারি করতেন। ভোররাতে রাস্তায় গাড়ী দাঁড় করিয়ে বাড়ি আসার জন্য  গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এ সময় ঘা-তক  লাল সবুজ বাস তাদের  চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মোশারফ মারা যান। হাসপাতাল নেয়ার পথে একরামও মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। একসাথে দুই সন্তানকে হারিয়ে আলাম ড্রাইভার এখন শোকে নির্বাক। এই নিউজ লেখা পর্যন্ত তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
জনপ্রিয় সংবাদ

ফেনীর তেমুহনীতে বাস চা-পায় দুই ভাই নিহত

আপডেট সময় : ০৩:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
ফেনী সদর উপজেলার তেমুহনীতে যাত্রীবাহী বাস  লাল-সবুজের চাপায় দুই ভাই(সহোদর) নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে ফেনী-মাইজদী  মহাসড়কের ফেনীর তিমুহনী বাজারে এই মর্মান্তিক দু-র্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের আলাম ড্রাইভারের ছেলে। নিহত মোশারফের বয়স (৩২) ও একরামের বয়স (২০)বছর।
তারা দুজনেই রঙের কোম্পানি বার্জারের গাড়ি চালাতেন। মোশারফ গাড়ি চালাতেন,একরাম হেলপারি করতেন। ভোররাতে রাস্তায় গাড়ী দাঁড় করিয়ে বাড়ি আসার জন্য  গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এ সময় ঘা-তক  লাল সবুজ বাস তাদের  চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মোশারফ মারা যান। হাসপাতাল নেয়ার পথে একরামও মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। একসাথে দুই সন্তানকে হারিয়ে আলাম ড্রাইভার এখন শোকে নির্বাক। এই নিউজ লেখা পর্যন্ত তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে।