খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্রের দাবি, এ ঘটনায় অন্তত ৪ জন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। তবে ইউপিডিএফ এই দাবিকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া জানান, হতাহত কারো তাদের পরিচয় জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোন লাশও নেই বলে জানা গেছে। পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দূর্গম হওয়ায় সেখানে পৌছাতে দেরি হবে।
এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা দাবী করে বলেছেন, “নিহতের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও জেএসএসের পরিকল্পিত অপপ্রচার। শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে হতাহতের খবর সঠিক নয়। ইউপিডিএফ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। আমাদের কোনো সদস্য নিহত হয়নি।”
স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।























