ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ১নং চর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন বিশাল জনসমুদ্রে রূপ নেয়। আজ শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টায় চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, “দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তারাই আমাদের শক্তি। এই আসন বিএনপির ঘাঁটি ছিল, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে আমরা সেটি আবারও প্রমাণ করব।”
তিনি আরও বলেন, “আমি হাইকমান্ডের নির্দেশে দীর্ঘদিন ধরে সদরপুরের মানুষের পাশে আছি। দ্বারে দ্বারে গিয়ে মানুষের কথা শুনছি, সমস্যার কথা জানছি। জনগণের ভালোবাসা আমাকে আশাবাদী করেছে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়া এবং সঞ্চালনায় ছিলেন আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, বিএনপির সাবেক সভাপতি মো. মোকসেদ খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আসাদ মৃধা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে মাঠে সক্রিয় রাখতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলা জরুরি। এই কর্মী সম্মেলন তৃণমূলের শক্তি ও ঐক্যের প্রমাণ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সভাপতি আব্দুস সাত্তার মিয়াকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। কর্মী সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
এমআর/সবা























