০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্লাস শুরু এক মাসেও জবির নবীন শিক্ষার্থীদের আইডি কার্ড মেলেনি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাস পার হলেও এখনও আইডি কার্ড হাতে পায়নি তারা। ফলে বাসে অর্ধেক ভাড়া, লাইব্রেরি ব্যবহার, প্রশাসনিক কার্যক্রম ও টিউশনির মতো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

গত ২২ জুন প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও এখনও পর্যন্ত কোনো ব্যাচকে আইডি কার্ড দেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোকছেদুল ইসলাম সিরাজ বলেন, “আইডি কার্ড না থাকায় লাইব্রেরি ব্যবহার ও টিউশনির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি খুবই হতাশাজনক।”

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহ এলিট বলেন, “আইডি কার্ড শিক্ষার্থীর পরিচয়ের প্রতীক। এখনকার সময়ে বাসে যাতায়াত, নিরাপত্তা, সব কিছুর জন্যই এটি প্রয়োজন।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “কিছু শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, এজন্য বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আগামী এক সপ্তাহের মধ্যেই আইডি কার্ড বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

ক্লাস শুরু এক মাসেও জবির নবীন শিক্ষার্থীদের আইডি কার্ড মেলেনি

আপডেট সময় : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাস পার হলেও এখনও আইডি কার্ড হাতে পায়নি তারা। ফলে বাসে অর্ধেক ভাড়া, লাইব্রেরি ব্যবহার, প্রশাসনিক কার্যক্রম ও টিউশনির মতো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

গত ২২ জুন প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও এখনও পর্যন্ত কোনো ব্যাচকে আইডি কার্ড দেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোকছেদুল ইসলাম সিরাজ বলেন, “আইডি কার্ড না থাকায় লাইব্রেরি ব্যবহার ও টিউশনির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি খুবই হতাশাজনক।”

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহ এলিট বলেন, “আইডি কার্ড শিক্ষার্থীর পরিচয়ের প্রতীক। এখনকার সময়ে বাসে যাতায়াত, নিরাপত্তা, সব কিছুর জন্যই এটি প্রয়োজন।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “কিছু শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, এজন্য বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আগামী এক সপ্তাহের মধ্যেই আইডি কার্ড বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।”