অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিস্তল ও শটগান উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার, চাইনিজ রাইফেল ও এসএমজি উদ্ধারে সহায়তা করলে এক লাখ এবং এলএমজি উদ্ধারে সহায়তা করলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও প্রতিটি গুলি (কার্তুজ) উদ্ধারে কোনো নাগরিক বা যে কেউ সহায়তা করলে প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
এমআর/সবা

























