০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অভিযানে গত বছরের ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত রংপুর বিভাগে ৭২টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ২১টি অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেসব ভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলায়। সেখানে ২৬টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া দিনাজপুরে ১৪টি, পঞ্চগড়ে ৬টি, নীলফামারীতে ৭টি, গাইবান্ধায় ৫টি, রংপুরে ৫টি এবং ঠাকুরগাঁ জেলায় ২টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অধিকাংশ ইটভাটা বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল অথবা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। অনেক ভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে নিষিদ্ধ ও পুরনো চুল্লি ব্যবহার করা হচ্ছিল, যা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

অভিযানে কোথাও কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন, আবার কোথাও বসতবাড়ির খুব কাছাকাছি ভাটা পরিচালনার প্রমাণ পাওয়া গেছে। এসব গুরুতর অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি ২১টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিবেশগত ক্ষতি রোধে সেসব ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নুর আলম বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে বিভাগজুড়ে ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

পরিবেশ অধিদপ্তরের অভিযানে গত বছরের ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত রংপুর বিভাগে ৭২টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ২১টি অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেসব ভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলায়। সেখানে ২৬টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া দিনাজপুরে ১৪টি, পঞ্চগড়ে ৬টি, নীলফামারীতে ৭টি, গাইবান্ধায় ৫টি, রংপুরে ৫টি এবং ঠাকুরগাঁ জেলায় ২টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অধিকাংশ ইটভাটা বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল অথবা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। অনেক ভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে নিষিদ্ধ ও পুরনো চুল্লি ব্যবহার করা হচ্ছিল, যা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

অভিযানে কোথাও কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন, আবার কোথাও বসতবাড়ির খুব কাছাকাছি ভাটা পরিচালনার প্রমাণ পাওয়া গেছে। এসব গুরুতর অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি ২১টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিবেশগত ক্ষতি রোধে সেসব ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নুর আলম বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে বিভাগজুড়ে ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শু/সবা