০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীতে আঞ্চলিক মহাসড়ক রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি

ফেনীর সোনাগাজী-সাইয়েদপুর-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক রক্ষায় ছোটফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
সোমবার (২৫ আগস্ট) সকালে সোনাগাজী জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেন আন্দোলনকারিরা।
জানাগেছে, ছোট ফেনী নদীর সাহেবের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বালু পরিবহণের ট্রাক চলাচলের কারনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনাগাজী-সাইয়েদপুর – সোনাপুর আঞ্চলিক মহাসড়ক। এছাড়া সোনাগাজী বাজার অংশে সড়কের দুই পাশে ফুটপাত দখল করায় যানচলাচল ব্যহত হচ্ছে।
মহাসড়ক রক্ষায় ইতিমধ্যে ‘সোনাগাজী আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির আয়োজনে সোমবার সকালে জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে একাত্মতা পোষন করে অংশ নেন, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা ইসলামি আন্দোলন, সোনাগাজী কামিল মাদরাসা, আলহেলাল একাডেমি, সাইয়েদপুর মাদরাসা, সোনাগাজী বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. মোস্তফা, সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ, শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক ওমর ফারুক প্রমূখ।
বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে দস্যুরা কেউ বাধা দিচ্ছেনা, আঞ্চলিক সড়কগুলোতে বড় বড় ট্রাক দিয়ে বালু পরিবহণ করায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ বাধা দিচ্ছেনা। রাস্তার দুপাশে ফুটপাত দখল হয়ে যাওয়ায় নিত্য যানজট সৃষ্টি হয়। অতি শীঘ্রই বালু উত্তোলন বন্ধ, ফুটপাত দখলকারিদের উচ্ছেদ, বালুর ট্রাক চলাচল নিষিদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করার জোর দাবি জানান বক্তারা।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা বলেন, বালু উত্তোলন বন্ধ ও সড়ক সংস্কারসহ যৌক্তিক কয়েকটি দাবিতে স্থানীয় ছাত্র-জনতা স্বারকলিপি দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ ব্যপারে পদক্ষেপ নেয়া হবে। সড়ক সংস্কারের ব্যপারে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ আত্মপ্রকাশ করলো রাজধানীতে

সোনাগাজীতে আঞ্চলিক মহাসড়ক রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি

আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ফেনীর সোনাগাজী-সাইয়েদপুর-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক রক্ষায় ছোটফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
সোমবার (২৫ আগস্ট) সকালে সোনাগাজী জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেন আন্দোলনকারিরা।
জানাগেছে, ছোট ফেনী নদীর সাহেবের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বালু পরিবহণের ট্রাক চলাচলের কারনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনাগাজী-সাইয়েদপুর – সোনাপুর আঞ্চলিক মহাসড়ক। এছাড়া সোনাগাজী বাজার অংশে সড়কের দুই পাশে ফুটপাত দখল করায় যানচলাচল ব্যহত হচ্ছে।
মহাসড়ক রক্ষায় ইতিমধ্যে ‘সোনাগাজী আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির আয়োজনে সোমবার সকালে জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে একাত্মতা পোষন করে অংশ নেন, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা ইসলামি আন্দোলন, সোনাগাজী কামিল মাদরাসা, আলহেলাল একাডেমি, সাইয়েদপুর মাদরাসা, সোনাগাজী বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. মোস্তফা, সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ, শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক ওমর ফারুক প্রমূখ।
বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে দস্যুরা কেউ বাধা দিচ্ছেনা, আঞ্চলিক সড়কগুলোতে বড় বড় ট্রাক দিয়ে বালু পরিবহণ করায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ বাধা দিচ্ছেনা। রাস্তার দুপাশে ফুটপাত দখল হয়ে যাওয়ায় নিত্য যানজট সৃষ্টি হয়। অতি শীঘ্রই বালু উত্তোলন বন্ধ, ফুটপাত দখলকারিদের উচ্ছেদ, বালুর ট্রাক চলাচল নিষিদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করার জোর দাবি জানান বক্তারা।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা বলেন, বালু উত্তোলন বন্ধ ও সড়ক সংস্কারসহ যৌক্তিক কয়েকটি দাবিতে স্থানীয় ছাত্র-জনতা স্বারকলিপি দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ ব্যপারে পদক্ষেপ নেয়া হবে। সড়ক সংস্কারের ব্যপারে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।
এসএস/সবা