০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাউড়া পাড়া যুব সংঘকে ৫ গোলে হারাল পানছড়ি ফাতেমা নগর বন্ধু একাদশ

খাগড়াছড়ির পানছড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত অংক্রা মারমা স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে পানছড়ি ফাতেমা নগর বন্ধু একাদশ। তারা বাউড়া পাড়া যুব সংঘকে ৫–২ গোলে পরাজিত করেছে।

কংচাইরী পাড়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের আজকের খেলায় মুখোমুখি হয় বাউড়া পাড়া যুব সংঘ ও পানছড়ি ফাতেমা নগর বন্ধু একাদশ। নির্ধারিত সময় শেষে আক্রমণাত্মক ও সংগঠিত খেলায় প্রতিপক্ষকে ৫ গোল দিয়ে জয় নিশ্চিত করে ফাতেমা নগর বন্ধু একাদশ।

উল্লেখ্য, সমাজসেবিকা প্রয়াত অংক্রা মারমার স্মরণে কংচাইরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই ফুটসাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং কংচাইরী পাড়া মারমা যুব কল্যাণ সংঘ ক্লাবের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষের নাভিশ্বাস

বাউড়া পাড়া যুব সংঘকে ৫ গোলে হারাল পানছড়ি ফাতেমা নগর বন্ধু একাদশ

আপডেট সময় : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত অংক্রা মারমা স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে পানছড়ি ফাতেমা নগর বন্ধু একাদশ। তারা বাউড়া পাড়া যুব সংঘকে ৫–২ গোলে পরাজিত করেছে।

কংচাইরী পাড়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের আজকের খেলায় মুখোমুখি হয় বাউড়া পাড়া যুব সংঘ ও পানছড়ি ফাতেমা নগর বন্ধু একাদশ। নির্ধারিত সময় শেষে আক্রমণাত্মক ও সংগঠিত খেলায় প্রতিপক্ষকে ৫ গোল দিয়ে জয় নিশ্চিত করে ফাতেমা নগর বন্ধু একাদশ।

উল্লেখ্য, সমাজসেবিকা প্রয়াত অংক্রা মারমার স্মরণে কংচাইরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই ফুটসাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং কংচাইরী পাড়া মারমা যুব কল্যাণ সংঘ ক্লাবের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শু/সবা