আজ বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, মানুষের সামাজিক ন্যায় বিচার, শান্তি সম্প্রীতি বন্ধনকে আরো জাগ্রত করতে হবে।ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে আনতে এ দেশটাকে গণতান্ত্রিকে দেশ রুপান্তর করতে হবে। গণভোটের মাধ্যমে আপনার ভবিষ্যৎ তৈরি হবে। সুতরাং গণভোট দিবেন চিন্তা ভাবনা করে।

সভার শুরুতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রধান উপদেষ্টার রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতসহ সংশ্লিষ্টরা।
সভায় স্বাগত বক্তব্য নিয়ে জেলায় গণভোট নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারসহ ভোটার উদ্বুদ্ধকরণের নানা দিক তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জাবেদ কায়ছার। তুলে ধরা হয় গণভোটের ১২ দফা।
মতবিনিময় সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থী, জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
শু/সবা






















