০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও এক জনের যাবজ্জীবন

চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত মাহফুজুর রহমান হত্যা মামলায় অবশেষে বিচারের রায় ঘোষণা হয়েছে। প্রায় পাঁচ বছর আগে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় অতিরিক্ত বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আহসান ওরফে ইয়াছিনকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ জানান, আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়।মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ২ মে সকালে চট্টগ্রাম নগরের নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ার সংলগ্ন একটি কক্ষ থেকে মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, আসামিরা ভিকটিমের হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে পালখিন ও স্কচটেপ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মৃতদেহকে নাইলনের রশি দিয়ে ভবনের সিঁড়ির গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও এক জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৮:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত মাহফুজুর রহমান হত্যা মামলায় অবশেষে বিচারের রায় ঘোষণা হয়েছে। প্রায় পাঁচ বছর আগে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় অতিরিক্ত বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আহসান ওরফে ইয়াছিনকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ জানান, আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়।মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ২ মে সকালে চট্টগ্রাম নগরের নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ার সংলগ্ন একটি কক্ষ থেকে মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, আসামিরা ভিকটিমের হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে পালখিন ও স্কচটেপ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মৃতদেহকে নাইলনের রশি দিয়ে ভবনের সিঁড়ির গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

এসএস/সবা