০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক ও সিএমজি চালকদের সংঘর্ষে আহত -১৫

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক ও স্থানীয় সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝর্ণায় রোডের মাথায় এ ঘটনায় ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয়রা জানান, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আসা একটি বাস ঝর্ণার ভেতরে প্রবেশ করতে চাইলে সিএনজি চালকরা বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, “বাস ঝর্ণায় রোড়ে প্রবেশ করতে নিষেধ করলে তারা ১০-২০ জন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের হুরা মিয়া, গেয়াস উদ্দিন, ফখরুল, পাবেল, কামরুল, আরমান,সহ অন্তত ৮-১০ জন আহত হন।”
আহত পর্যটক বিপ্লব জানান, “আমরা গাড়ি নিয়ে ঝর্ণায় প্রবেশ করতে চাইলে স্থানীয়রা আমাদের ওপর চওড়া হয়। আত্মরক্ষায় সংঘর্ষ বাঁধে, এতে আমাদের হাসান, সাকিব, মো. হাসান, সিয়ামসহ কয়েকজন আহত হন।”
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘পর্যটক ও সিএনজিচালকদের মধ্যে তর্ক-বিতর্কের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
জনপ্রিয় সংবাদ

খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক ও সিএমজি চালকদের সংঘর্ষে আহত -১৫

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক ও স্থানীয় সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝর্ণায় রোডের মাথায় এ ঘটনায় ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয়রা জানান, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আসা একটি বাস ঝর্ণার ভেতরে প্রবেশ করতে চাইলে সিএনজি চালকরা বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, “বাস ঝর্ণায় রোড়ে প্রবেশ করতে নিষেধ করলে তারা ১০-২০ জন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের হুরা মিয়া, গেয়াস উদ্দিন, ফখরুল, পাবেল, কামরুল, আরমান,সহ অন্তত ৮-১০ জন আহত হন।”
আহত পর্যটক বিপ্লব জানান, “আমরা গাড়ি নিয়ে ঝর্ণায় প্রবেশ করতে চাইলে স্থানীয়রা আমাদের ওপর চওড়া হয়। আত্মরক্ষায় সংঘর্ষ বাঁধে, এতে আমাদের হাসান, সাকিব, মো. হাসান, সিয়ামসহ কয়েকজন আহত হন।”
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘পর্যটক ও সিএনজিচালকদের মধ্যে তর্ক-বিতর্কের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’