আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়ায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে মার্কিন বিমান বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
সেন্টকোমের বিবৃতিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আইএস-সংশ্লিষ্ট শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। তবে এই অভিযানে নিহত বা আহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া আইএসের কোন কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি সেন্টকোম।
২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ায় উত্থান ঘটে আইএসের। বর্তমানে সংগঠনটির শক্তি আগের মতো নেই। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও রুশ বাহিনীর ধারাবাহিক অভিযানে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে জঙ্গিগোষ্ঠীটি। একসময় দখল করা ভূখণ্ডের তুলনায় বর্তমানে মাত্র এক-পঞ্চমাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে আইএস।
আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষকদের মতে, এই অবশিষ্ট এলাকাও দীর্ঘদিন আইএসের দখলে থাকবে না।
আইএসের উত্থানের পর গোষ্ঠীটিকে দমন করতে সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে মার্কিন ঘাঁটিতে প্রায় এক হাজার সেনা অবস্থান করছেন।
সূত্র : এএফপি

























