লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ২০০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) রংপুর ব্যাটালিয়ন সদর থেকে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ বাদশা আলমের বাড়ির মূল ফটকের সামনে কাঁচা রাস্তা থেকে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল, ১০০ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ হোসেন আলী (৫০), পিতাঃ মৃত সাজম আলী, মোঙ্গাগাছ গ্রাম এবং শ্রী পুষ্প রায় (২৫), পিতা শ্রী মাদব রায়, পাইকেরটারী।আটককৃত দুই আসামির বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায়।
র্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর পক্ষ থেকে আরও জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে তারা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাবে।




















