০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“প্রত্যেককে নিজ নিজ এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”– ওসি নাজমুল আলম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট ফরকেরহাট বাজার এলাকায় এ সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া সমাজের জন্য এক অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুললে মাদক ও জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর মজিদ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে ৬ নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির (আদিল) বলেন, “মাদক ও জুয়ার কারণে গ্রামীণ শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। তাই আমরা সবাই মিলে এ সামাজিক ব্যাধি নির্মূল করব।”

বক্তারা আরও বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না; সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশেষ করে তরুণদের ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার সাথে সম্পৃক্ত করে তাদের সঠিক পথে রাখার আহ্বান জানানো হয়।

উমর মজিদ ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড আয়োজিত সমাবেশে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবিগণ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে মাদক ও জুয়া প্রতিরোধে একযোগে কাজ করার শপথ গ্রহণ করেন উপস্থিত সবাই।

এমআর/সবা

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রচার আদালত অবমাননার শামিল

“প্রত্যেককে নিজ নিজ এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”– ওসি নাজমুল আলম

আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট ফরকেরহাট বাজার এলাকায় এ সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া সমাজের জন্য এক অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুললে মাদক ও জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর মজিদ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে ৬ নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির (আদিল) বলেন, “মাদক ও জুয়ার কারণে গ্রামীণ শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। তাই আমরা সবাই মিলে এ সামাজিক ব্যাধি নির্মূল করব।”

বক্তারা আরও বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না; সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশেষ করে তরুণদের ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার সাথে সম্পৃক্ত করে তাদের সঠিক পথে রাখার আহ্বান জানানো হয়।

উমর মজিদ ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড আয়োজিত সমাবেশে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবিগণ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে মাদক ও জুয়া প্রতিরোধে একযোগে কাজ করার শপথ গ্রহণ করেন উপস্থিত সবাই।

এমআর/সবা