০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক মেয়র পুত্র তৌকির হাজরা আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরার ছেলে জান্নাতুল ফেরদোস তৌকির হাজরা (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে কোটালীপাড়া থানা পুলিশ। তৌকির ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তাক বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ১৫৫ জনকে নামীয় আসামী এবং আরও এক হাজার পাঁচজনকে অজ্ঞাত আসামী করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “১৬ জুলাইয়ের বিক্ষোভের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে তৌকিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক মেয়র পুত্র তৌকির হাজরা আটক

আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরার ছেলে জান্নাতুল ফেরদোস তৌকির হাজরা (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে কোটালীপাড়া থানা পুলিশ। তৌকির ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তাক বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ১৫৫ জনকে নামীয় আসামী এবং আরও এক হাজার পাঁচজনকে অজ্ঞাত আসামী করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “১৬ জুলাইয়ের বিক্ষোভের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে তৌকিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”