হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি জামালপুর জেলা জুড়ে শেষ পর্যায়ে পৌঁছেছে। পাঁচ দিনব্যাপী উৎসবের উদ্বোধনী দিন ষষ্ঠীকে সামনে রেখে কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালপুর জেলা শাখার তথ্য অনুযায়ী, এ বছর জেলার মোট ২০৬টি পূজা মণ্ডপ স্থাপন করা হচ্ছে, যা গত বছরের তুলনায় ১৭টি বেশি। সদর উপজেলায় ৫৭টি, সরিষাবাড়ীতে ৪৩টি, মাদারগঞ্জে ২৭টি, দেওয়ানগঞ্জে ২৪টি, ইসলামপুরে ১৯টি, মেলান্দহে ২২টি এবং বকশীগঞ্জে ১৪টি মণ্ডপ তৈরি হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে মোট ১০৩ টন চাল বিতরণ করা হয়েছে, যাতে উৎসবকে সার্থক করা যায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা শাখার সভাপতি প্রদীপ চন্দ্র সোম রানু বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।”
দয়াময়ী মন্দিরের পুরোহিত বিপুল কাঞ্জি লাল জানান, ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তিনি আরও বলেন, গত ৬৫ বছর ধরে রাধামোহন মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে এবং এ বছর মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উৎসব ২ অক্টোবর দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
জেলা প্রশাসক (ডিসি) হাসিনা বেগম জানান, হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সেজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যার মধ্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিও অন্তর্ভুক্ত থাকবে।
এমআর/সবা


























