কেন্দ্রীয় শূরা মজলিশের সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ রবিবার (২৮ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি শ্রী শ্রী হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, “আমরা সবাই একসাথে দেশকে ভালোবাসি। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। হিন্দু ভাইদের এই বার্ষিক উৎসব আমাদের সংস্কৃতির অংশ, তারা যেন নির্ভিগ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন— এজন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
এসময় জেলা আমীর আরও জানান, প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় জনশক্তিকে সহযোগিতার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি থানার এসআই মাসুদ বলেন, “বাংলাদেশ পুলিশ জনবান্ধব পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামায়াত নেতারাও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।”
শ্রী শ্রী হরি মন্দিরের দুর্গোৎসব পরিচালনা কমিটির সভাপতি রোপণ চন্দ্র নাথ বলেন, “আমরা প্রতিবছরই এই পূজা উদযাপন করি। তবে এবারে সব রাজনৈতিক দলের সহযোগিতা ভিন্ন আবহ তৈরি করেছে। প্রশাসন, পুলিশ, বিজিবি—সবাই আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, সেক্রেটারি মোহাম্মদ আবু নাছের, জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমেদ, জেলা ওলামা মাশায়েখ সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক, সাবেক সেক্রেটারি ও সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ, সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী জামায়াতের আমীর মোহাম্মদ সলিম উল্লাহ, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন, উপজেলা শিবির সভাপতি হাফেজ এরশাদ উল্লাহসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





















