০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
চাকসু নির্বাচন

এজিএস প্রার্থী ফয়সাল আহম্মেদের ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এজিএস প্রার্থী মো. ফয়সাল আহম্মেদ ইশতেহার ঘোষণা করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ‘স্টুডেন্টস রিপ্রেজেন্টেশন’ নামে এক দফা ইশতেহারসহ ৭ দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেন।

আজ সোমবার (২৯ সেপ্টম্বর) দুপুর তিনটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি ৭ দফা কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে ১. এডমিনিস্ট্রেটিভ ডিজিটালাইজেশন, ২. চাকসু নিয়মিতকরণে আইনি বিধি প্রণয়ন করা, ৩. নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, ৪. কেন্দ্রীয় সাহিত্য সংসদ প্রতিষ্ঠা, ৫. সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ৬. টিচিং এসিস্ট্যান্ট সিস্টেম চালুকরণ এবং ৭. টিচিং ইভালুয়েশন সিস্টেম চালুকরণ।

এসময় এজিএস প্রার্থী মো. ফয়সাল আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। তাই আমি ‘স্টুডেন্টস রিপ্রেজেন্টেশন’ নামে এক দফা ইশতেহারসহ ৭ দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি। আমাকে যদি শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ করবো। আমি সকল কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, ইতোপূর্বে আমরা দেখেছি ভোটারদের মাঝে প্যানেল দেখে ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। অনেক প্রার্থীরাও জেতার জন্য কোনো একটি প্যানেলে অংশ নিচ্ছে। আমি চাই, প্যানেল দেখে নয় বরং একজন প্রার্থীর যোগ্যতা ও দক্ষতা দেখেই যেন ভোটাররা ভোট দিবেন। চাকসু নির্বাচনের প্রচারণায় শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি, তারা যোগ্য প্রার্থীদের বেছে নেবেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

চাকসু নির্বাচন

এজিএস প্রার্থী ফয়সাল আহম্মেদের ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এজিএস প্রার্থী মো. ফয়সাল আহম্মেদ ইশতেহার ঘোষণা করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ‘স্টুডেন্টস রিপ্রেজেন্টেশন’ নামে এক দফা ইশতেহারসহ ৭ দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেন।

আজ সোমবার (২৯ সেপ্টম্বর) দুপুর তিনটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি ৭ দফা কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে ১. এডমিনিস্ট্রেটিভ ডিজিটালাইজেশন, ২. চাকসু নিয়মিতকরণে আইনি বিধি প্রণয়ন করা, ৩. নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, ৪. কেন্দ্রীয় সাহিত্য সংসদ প্রতিষ্ঠা, ৫. সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ৬. টিচিং এসিস্ট্যান্ট সিস্টেম চালুকরণ এবং ৭. টিচিং ইভালুয়েশন সিস্টেম চালুকরণ।

এসময় এজিএস প্রার্থী মো. ফয়সাল আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। তাই আমি ‘স্টুডেন্টস রিপ্রেজেন্টেশন’ নামে এক দফা ইশতেহারসহ ৭ দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি। আমাকে যদি শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ করবো। আমি সকল কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, ইতোপূর্বে আমরা দেখেছি ভোটারদের মাঝে প্যানেল দেখে ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। অনেক প্রার্থীরাও জেতার জন্য কোনো একটি প্যানেলে অংশ নিচ্ছে। আমি চাই, প্যানেল দেখে নয় বরং একজন প্রার্থীর যোগ্যতা ও দক্ষতা দেখেই যেন ভোটাররা ভোট দিবেন। চাকসু নির্বাচনের প্রচারণায় শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি, তারা যোগ্য প্রার্থীদের বেছে নেবেন।

এমআর/সবা